প্রত্যাশা বাড়ছে। ২০ বছরে অপেক্ষা আরও দৃঢ় হয়েছে। এবার কাতারে কি বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল! নেইমার কি তুখোড় ফর্মে ফিরতে পারবেন! সব প্রশ্ন উঁকি দিচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। নেইমারের উপরও বাড়ছে প্রত্যাশার চাপ।
চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। ২০১০ সালে প্রথম বিশ্বকাপ। সবথেকে সেরা সুযোগ ছিল ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ। সেবারও টিমে ছিলেন একাধিক তারকা। কিন্তু চোট পেয়ে মাঝপথে ছিটকে যান নেইমার। জার্মানির বিরুদ্ধে লজ্জার হার, বিদায় নেয় ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপেও একবার সুযোগ এসেছিল। কোয়ার্টার ফাইনলে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল। এবার প্রথম থেকে কোনও ভুল চাইছেন না নেইমার। নিজের সেরা ফুটবল উপহার দিতে তৈরি তিনি।
সম্প্রতি ব্রাজিলকে বিশ্বকাপের আগে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল সম্রাট পেলে। বিশ্বকাপের আগে নেইমারকে খোলা চিঠি লিখেছেন আরেক কিংবদন্তি ফুটবলার রোমারিও। জানিয়েছেন, নেইমার সেরা। তাই আরও চাপ বেড়েছে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোল করে সেই প্রত্যাশার চাপ মেটাতে চান নেইমার।