দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার গ্রুপ লিগের প্রথম ম্যাচে নামছে ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে খেলবেন নেইমাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছে সৌদি আরব। এবার জি গ্রুপের উদ্বোধনী ম্যাচে নামবে ব্রাজিল।
বিশ্বকাপে প্রথম ম্যাচই গোটা টুর্নামেন্টের রাস্তা তৈরি করে দেয়। এবার কাতারে ব্রাজিলের উপর আগে থেকেই যেন বিশ্বকাপ জয়ের চাপ তৈরি হয়েছে। ষষ্ঠবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। এবার টিমে একঝাঁক নতুন তারকা আছে। যাঁরা প্রথমবার বিশ্বকাপে নামছেন। প্রায় ১৬ জন ফুটবলার এবার বিশ্বকাপে অভিষেক করবেন। নতুন প্রজন্মের তারকাদের মধ্যে আছেন ভিনিসাস জুনিয়র, রড্রিগো, রাফিনহা, এডের রাফিনহার, অ্যান্টনির মতো ফুটবলার। তরুণ প্রজন্মের তারকাদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ নেইমার। প্রথম ম্যাচে ফ্রেড বা ক্যাসিমেরো প্রথম একাদশে থাকবেন কিনা, তা এখনও খোলসা করেননি ব্রাজিলের কোচ তিতে। ফুটবলাররাও জানেন না, সার্বিয়ার বিরুদ্ধে টিমের প্রথম একাদশ কী হবে। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল টিমকে। এরপর ৫০টি ম্যাচের মধ্যে ৩৭টি ম্যাচ জেতে ব্রাজিল। কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হারতে হয় নেইমারদের।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে নকআউট স্টেজে যেতে পারেনি সার্বিয়া। তবে বৃহস্পতিবার ব্রাজিলের বিরুদ্ধে অঘটন ঘটাতেই পারে তারা। জি গ্রুপে ব্রাজিল ও সার্বিয়ার সঙ্গে আছে সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন।