ফুটবলের শহর কলকাতা। আর সেই শহরেই হবে ভারতীয় ফুটবলের নতুন কর্মসমিতির বৈঠক। শুক্রবার ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে একথা জানিয়েছেন কল্য়াণ চৌবে। আগামী বুধবারের মধ্যে স্বল্পমেয়াদী একটি পরিকল্পনা সামনে রাখতে চান তিনি। আগামী ১৭-১৮ সেপ্টেম্বর নবনির্বাচিত কর্মসমিতির প্রথম বৈঠক হবে কলকাতায়। কল্যাণ জানিয়েছেন, সভাপতি হলেও নিজে একা নন, সবাইকে নিয়েই সিদ্ধান্ত নিতে চান। তার মধ্যে থাকবেন বিশিষ্ট ফুটবলাররাও, যাঁদের মতামত গুরুত্ব দিয়ে দেখা হবে। জানা গিয়েছে, ওই কমিটিতে থাকবেন আই এম বিজয়ন, সাবির আলির মতো প্রাক্তনরা। থাকবেন ভাইচুং ভুটিয়াও।
শুক্রবার ৩৩-১ ব্যবধানে জিতে ভারতীয় ফুটবলের সর্বময় কর্তা হয়েছে বাংলার এই প্রাক্তন গোলকিপার। প্রিয়রঞ্জন দাশমুন্সি পরবর্তী ভারতীয় ফুটবলে তিনি দ্বিতীয় বাঙালি সভাপতি। সভাপতি পদে বসেই কল্যাণের দাবি, এখন ভারতীয় ফুটবল যে বাধার সামনে দাঁড়িয়ে, তা কাটিয়ে উঠতে সমস্ত বিশিষ্ট ফুটবলারকে দরকার। প্রত্যেক রাজ্যের যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত করাই তাঁর কাজ হতে চলেছে। ১০০ দিন পরে ভারতীয় ফুটবল নিয়ে একটা পরিকল্পনা প্রকাশ করবেন এবং কী ভাবে এগিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নেবেন।
এরমধ্য়েই কল্য়াণের কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। কল্যাণের দাবি, বিশ্বকাপের সময় দোহায় তাঁদের দেখা হতে পারে। কল্যাণের মতে, “ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ দেখে খুশি ফিফা সভাপতি।”