FIFA World Cup Netherlands Vs Senegal : চোকার্স বনাম জায়েন্ট কিলার, নেদারল্যান্ডস-সেনেগাল ম্য়াচের রিংটোন

Updated : Nov 22, 2022 19:14
|
Editorji News Desk

বিশ্ব ক্রিকেটে যেমন দক্ষিণ আফ্রিকা, বিশ্ব ফুটবলের তেমন নেদারল্যান্ডস। জুয়ান ক্রুয়েফ থেকে রুড গুলিট বারে বারে বিশ্বকাপে মঞ্চে এসেও ফিরে যেতে হয়েছে শুধুমাত্র চোকার্স তমকা গায়ে নিয়ে। ১৯৮৮ সালে ইউরোপ সেরা হয়ে ১৯৯০ সালে বিশ্বকাপ খেলতে গিয়েছিল স্বপ্নের তৎকালীন হল্যান্ড। কিন্তু ফিরতে হয়েছিল খালি হাতেই। কিন্তু এবার লুই ভ্য়ান গলের দল কিন্তু অন্য় কিছু করতে পারে। কারণ, চার বছর আগে রাশিয়ায় তারা যোগ্য়তা অর্জন করতে পারেনি। ইউরোপের প্রথম দল হিসাবে এবার কাতার বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছ ইউরোপের টিম অরেঞ্জ। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় গ্রুপের ম্য়াচে প্রতিপক্ষ জায়েন্ট কিলার সেনেগাল। 

২০০২ সালে বিশ্বকাপের মঞ্চে সেরা অভিষেক হয়েছিল সেনেগালের। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিয়েছিলেন বিশ্ব চ্য়াম্পিয়ন ফ্রান্সকে। শুধু হারিয়েই দেয়নি, এই একটা হারেই ভেঙে গিয়েছিল ফ্রান্স। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন জিদানরা। এবারও কাতার আসার আগে সেনেগাল কোচ টোডো জানিয়েছেন, সবাইকে হারাতেই তাঁরা কাতার আসছেন। শুধু আক্ষেপ এই দল সাদিও মানেকে পাওয়া যাবে না। চোট জেনেও মানের নাম স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু কাতারে এসে মানের আসা ছাড়তে হয় আফ্রিকান নেশসন কাপ জয়ীদের। 

সেনেগাল ম্য়াচের আগে বেশ সতর্ক ডাচরা। কোচ লুই ভ্য়ান গল জানিয়ে দিয়েছেন, দূর্গ সামলে আক্রমণে যাওয়া হবে। কারণ, যা গ্রুপ তাতে একটা ম্য়াচ হেরে যাওয়া মানেই পরের রাউন্ডের রাস্তা কঠিন করে ফেলা। ১৯৭৪, ১৯৭৮, ২০১০ সালের রার্নাস নেদারল্যান্ডস। বিশ্বকাপে প্রাপ্তি বলতে এইটুকু। এছাড়া আছে প্রচুর কার্ড দেখার রেকর্ড। কাতারে কি তারা পারবে চোকার্স তকমা মুছতে ? 

FootballSadio ManeDohaSenegalQatar World Cup 2022Netherlands

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও