কাতার বিশ্বকাপে দ্রুততম গোল করেও গ্রুপের ম্য়াচে এবার আটকে গেল নেদারল্যান্ডস। শুক্রবার ডাচদের রুখে দিল লাতিন ফুটবলের নতুন শক্তি ইকুয়েডর। যারা মরুদেশে নিজেদের ম্য়াজিক দেখিয়েই চলেছে। এদিন ম্য়াচের ৬ মিনিটে গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। টপ বক্সের মাথা থেকে নেওয়া শটে দেশকে এগিয়ে দেন এই ডাচ তরুণ। তাঁর গোলই এই বিশ্বকাপের এখনও পর্যন্ত দ্রুততম গোল। ৪৯ মিনিটে ইকুয়েডরের হয়ে গোল শোধ করেন সেই এলো ভ্য়ালেন্সিয়া।
গত ম্যাচে শেষ আট মিনিটে সেনেগালকে উড়িয়ে দিয়েছিলেন ডাচরা। এই ম্য়াচেও ঠিক সেইভাবেই শুরু করেছিল লুই ভ্য়াল গলের ছেলেরা। কিন্তু মাঝপথে হঠাৎই ছন্দপতন। ম্য়াচের ৩৫ মিনিট থেকে মাঝমাঠের দখল নেয় ইকুয়েডর। ঘন ঘন আক্রমণে ডাচ ডিফেন্সকে কোণঠাসা করে দেয়। এরমধ্যে প্রথমার্ধের শেষে গোল শোধ করলেও অফসাইডের ফাঁদে ইকুয়েডরের গোল বাতিল হয়ে যায়। এদিকে ম্য়াচ শেষ হওয়ার খানিক আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ইকুয়েডর অধিনায়ক ভ্য়ালেন্সিয়া। শেষ ম্য়াচে সেনেগালের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কীনা, তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।
এই ম্য়াচ ড্রয়ের ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে নেদারল্য়ান্ড। ডাচদের শেষ ম্য়াচ আয়োজক কাতারের বিরুদ্ধে। যারা ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। তাদের শেষ ম্য়াচ সেনেগালের সঙ্গে। এই ম্য়াচে যে জিতবে তারাই চলে যাবে নকআউটে।এই ড্রয়ের ফলে টানা ১৬ ম্য়াচ অপরাজিত ডাচরা।