গ্রুপ লিগে শুক্রবার নামছে নেদারল্যান্ডস। এবার তাঁদের সামনে ইকুয়েডর। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য দুই জয়ী টিমের।
প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল পেয়েছে টিম। ২-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। গোল করেছেন কডি গাকপো ও ডেভি ক্লাসেন। কিন্তু গোটা ম্যাচে সেভাবে আধিপত্য দেখাতে পারেনি নেদারল্যান্ডস। ইকুয়েডরের বিরুদ্ধে নিজেদের আত্মবিশ্বাস ঝালিয়ে নিতে চায় নেদারল্যান্ডস। এদিকে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে ইকুয়েডর। ২-০ গোলে জিতে আত্মবিশ্বাসী তাঁরাও। প্রথম ম্যাচেই গোল করেছেন এনের বালেন্সিয়া। তবে জানা গিয়েছিল চোট পেয়েছেন তিনি। কোচ যদিও আশাবাদী, তিনি শুক্রবার টিমের হয়ে মাঠে নামতে পারবেন।
একটি ম্যাচে হারই খেলা ঘুরিয়ে দিতে পারে। বিশ্বকাপের মতো মঞ্চে তাই ভুল করতে চান না নেদারল্যান্ডসের কোচ লুইস ভ্যানগল। শুক্রবার প্রথম একাদশে ফিরতে পারেন মেম্ফিস ডিপে। যার ফলে আক্রমণ আরও শক্তিশালী হতে পারে টিমের।