ইন্ডিয়ান সুপার লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান কী পারবে, মুম্বইয়ের মাঠ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনতে ? বুধবার তার নজর সবার নজর থাকবে মায়ানগরীর বান্দ্রা-কুরলা স্পোর্টস কমপ্লেক্সের দিকে। এই মাঠে গত দিন মুম্বইকে রুখে দিয়ে এসেছে লাল-হলুদ।
গত বছর মোহনবাগান বনাম মুম্বই ম্যাচকে ম্যাচ অফ দ্য টুর্নামেন্টের অ্যাখা দেওয়া হয়েছিল। দু দলের ওই ম্যাচ শেষে হয়েছিল ২-২ গোলে। এবারও শক্তি বিচারে খানিকটা এগিয়ে শুরু করবে মুম্বই। তবে, যা ইঙ্গিত তাতে চোট সারিয়ে এদিন প্রথম থেকেই শুরু করতে পারেন পেত্রাতোস।
গত ম্যাচে পাহাড়ে বদলি হিসাবে ফিরেছিলেন তিনি। এই ম্যাচে মনভীরেরও প্রথম থেকে খেলার সম্ভাবনা থাকছে। পয়েন্ট তালিকায় এক ম্যাচ কম খেলে মুম্বইয়ের থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে মোহনবাগান। সেই অ্যাডভান্টেজ এদিনের ম্যাচ থেকে নিতে চায় সবুজ-মেরুন।