কাতার বিশ্বকাপে অঘটন ঘটেছিল। একের পর এক দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবার প্রদর্শনী ম্যাচে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে চমক মরক্কোর।
ট্যাঙ্গিয়ারের ইবন বতুতা স্টেডিয়ামে ঘরের মাঠে নেমেছিল মরক্কো। হাজির ছিলেন ৬৫ হাজার দর্শক। শুরুতে ব্রাজিলের আক্রমণ সামলালেও ধীরে ধীরে আক্রমণে যায় মরক্কো। দুই দলের ফুটবলারদের মধ্যে বিবাদও দেখা যায়। বিশ্বকাপের মতোই কাউন্টার অ্য়াটাকে ২৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন সোফিয়ান বৌফাল। ৬৭ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। গোল পান কাসেমিরো। ৭৯ মিনিটে সুপার সাব সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো।
গোটা ম্যাচে আরও দুটি গোলের সুযোগ পেয়েছিল ব্রাদিল। ২২ মিনিটে সুযোগ এসেছিল। কিন্তু ব্যর্থ উইঙ্কার রনি। ভিনিসিয়াস গোল পেলেও VAR-এর সিদ্ধান্তে বাতিল হয় গোল।