জামশেদপুরের ঘরের মাঠে কঠিন লড়াইয়ে জয় মোহনবাগান সুপারজায়ান্টসের। আইএসএলের এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জিতল সবুজ-মেরুন। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১।
এদিন ম্যাচের প্রথম ৭ মিনিটেই গোল খেয়ে যায় মোহনবাগান। কিন্তু ধীরে ধীরে খেলা তৈরি করে টিম। ২৯ মিনিটে সমতা ফেরায় ফেরান্দো ব্রিগেড। গোল করেন সাদিকু। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ করেন মোহনবাগান। ২-১ গোলে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন জামশেদপুরের রেহনেশ। ৮০ মিনিটে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল করেন কিয়ান নাসিরি। কিন্তু ৬ মিনিটের মধ্যেই পেনাল্টি পায় জামশেদপুর। গোল করে ব্যবধান কমায় তাঁরা। শেষ মুহূর্তে অনেকগুলো সুযোগ তৈরি হলেও গোল পায়নি জামশেদপুর।