আইএসএলের অ্যাওয়ে ম্যাচে আসল রূপ দেখাল মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাইয়িন এফসির ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে ৩-১ গোলে জয় মোহনবাগানের। আইএসএলে এই নিয়ে পরপর তিন ম্যাচে জয় সবুজ-মেরুনের।
এদিন ২২ মিনিটের মাথায় গোল করে টিমকে এগিয়ে দেন পেত্রাতোস। সাহালের ক্রস থেকে হেড করে গোল করেন তিনি। প্রথমার্ধের ঠিক শেষে গোল করেন জেসন কামিংস। ২-০ গোলে এগিয়ে যায় বাগান।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় গোল করে চেন্নাইয়িন এফসি। ক্রিভেলারো গোল করেন ফ্রি-কিক থেকে। ৫৬ মিনিটে আরও একটি গোল করে বাগানকে এগিয়ে দেন মনবীর সিং।