ওড়িশার মাটিতেই এএফসি কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। এবার সেই ওড়িশার মাটিতেই হায়দরাবাদকে হারিয়ে আইএসএলে টানা পাঁচ ম্যাচ জিতল মোহনবাগান। আইএসএলের ইতিহাসে এত বড় ধারাবাহিক জয় এর আগে কোনও টিম দেখাতে পারেনি।
আইএসএলে টানা ৪ ম্যাচ জিতে দীর্ঘদিন পর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। শুরুটা ভাল করেছিল। শুরু থেকেই আক্রমণ শুরু করে বাগান। প্রথম ১৫ মিনিটে সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি কিয়ান নাসিরি। ২৮ মিনিটের মাথায় ফ্রি কিক পেয়েও গোল পায়নি। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে ডান পায়ে গোল করেন ব্রেন্ডন হামিল। ইনজুরি টাইমে গোল করেন আশিস রাই।
এই ম্যাচে জিতে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মোহনবাগান। ৫ ম্যাচের মধ্যে একটিও হারেনি তাঁরা। ৮ ম্যাচ খেলে শীর্ষে আছে কেরল ব্লাস্টার্স।