ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে জয় মোহনবাগান সুপার জায়ান্টসের। কলকাতা লিগে অপরাজিত থাকল সবুজ-মেরুন। ভাল খেলেও হারের মুখোমুখি ইউনাইটেড স্পোর্টস। মোহনবাগানের হয়ে গোল করলেন নোংডাংবা। দ্বিতীয়ার্ধে ৮৯ মিনিটে ১৮ গজ দূর থেকে গোল করেন সোহেল।
গোটা ম্যাচে ইউনাইটেডের বল পজিশন ছিল ৫৪ শতাংশ। কিন্তু গোলের মুখ না খুলতে পারার খেসারত দিতে হয় তাঁদের। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ২ নম্বরে থাকল মোহনবাগান। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ডহারবার।
আরও পড়ুন: সৌরভের জন্যই দেরিতে অভিষেক হয় ধোনির, জানালেন বোর্ডের তৎকালীন নির্বাচক