চেনা প্রতিপক্ষ। তবুও, আজ, সোমবার এএফসি কাপে মাঠে নামার আগে সতর্ক মোহনবাগান। যুবভারতীতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাব মেজিয়া।
গত মরশুমে এই ক্লাবের বিরুদ্ধে যুবভারতীতে পাঁচ-দুই গোলে জিতেছিল সবুজ-মেরুন। কিন্তু এবার মাঠে নামার আগে বাগান কোচ জুয়ান ফেরান্দো জানালেন, এক বছর আগের কথা তিনি মনে রাখতে চান না।
আরও পড়ুন : বুমোর গোলে বেঙ্গালুরু জয়, আইএসএলের ম্যাচে যুবভারতীতে জোড়া লালকার্ড
ডুরান্ড কাপ জয়ের পর থেকে এখনও পর্যন্ত অপরাজিত মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে খেলে ওড়িশাকে চার গোলে হারিয়েছে সবুজ-মেরুন। এদিনও মেজিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে মাঠে নামছেন পেত্রাতোসরা।
পরিসংখ্যানে মেজিয়ার থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান। ছয় বারের মধ্যে তিনবার জিতেছে সবুজ-মেরুন। তবে ফেরান্দো মনে করেন, পরিসংখ্যান নয়, খেলা হবে মাঠে।
বাগান কোচের দাবি, গত বছরের থেকে এবার অনেক বেশি পরিণত মালদ্বীপের এই দল। যদিও তাদের অধিনায়ক মাঠে নামার আগেই মোহনবাগানকেই এই ম্যাচে এগিয়ে রেখেছেন।