আজ এক অন্য লড়াই। এতদিন খলনায়ক ছিল চোট। এবার বিভীষিকা কার্ড সমস্যা। তাতেও শনিবার যুবভারতীতে গোয়ার বিরুদ্ধে বড় দিনের কেক আগাম কাটতে চান মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। কারণ, ইন্ডিয়ান সুপার লিগে গোয়াকে হারাতে পারলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে সবুজ-মেরুনের কাছে।
মুম্বইয়ের মাঠে লাল কার্ডের স্মৃতি ভুলতে চান বাগান কোচ। ওই ম্যাচের জন্য গোয়ার বিরুদ্ধে পাওয়া যাবে না তিন ফুটবলারকে। তাই গোয়া ম্যাচে নতুন করে পরিকল্পনা করতে হয়েছে বাগান কোচ। তাঁর দাবি, হাতে যাঁরা আছেন, তাঁরাই লড়াই করবেন।
উল্টো দিকে শীর্ষে থেকে এই ম্যাচ শুরু করবে গোয়া। আট ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ২০ পয়েন্ট। এই টুর্নামেন্টে এখনও অপরাজিত তারা। প্রাক্তনদের দাবি, আইএসএলে সবচেয়ে ভাল মাঝমাঠ এবার গোয়ার। ফলে যুবভারতীতে লড়াই গোয়ার মাঝমাঠের সঙ্গে বাগানের ফরোয়ার্ড লাইনের।