কলকাতা ময়দানে আজ, শনিবার ভূমিপুত্রদের ডার্বি। লিগের ম্যাচে আর কয়েক ঘণ্টা পরেই মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবলের এই বড় ম্যাচে থাকছে না কোনও বিদেশি। সিনিয়র দলের কয়েকজন ফুটবলার থাকতে পারেন এই ম্যাচে। তবে, মরশুমের প্রথম বড় ম্যাচ নিয়ে আলোচনা বেশ কম।
কলকাতা লিগে দুটো ম্যাচ জিতে এদিন বড় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। প্রথম দুটো ম্যাচেই লাল-হলুদ জিতেছে বেশ বড় ব্যবধানেই। যদিও জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে পিছিয়ে থেকে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। দুটি ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি গোল করেছে লাল-হলুদ। ডার্বির আগে ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গিয়েছে ভিপি সুহের, দেবজিৎ মজুমদার, ডেভিডের মতো সিনিয়র দলের ফুটবলারদের।
উল্টোদিকে প্রথম দুটি ম্যাচ ড্র করে বড় ম্যাচ খেলবে সবুজ-মেরুন। বাগান শিবির থেকে যা খবর, তাতে এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে সিনিয়র দলের গ্লেন মার্টিন্স এবং আর্শ আনোয়ারকে। চোট সারিয়ে দলে ফিরেছেন দীপেন্দু বিশ্বাস। মনে করা হচ্ছে, তিনিই এই ম্যাচের অধিনায়ক। চোট সারিয়ে আবার নতুন করে অনুশীলন শুরু করেছেন আশিক কুরুনিয়ান।
দু দলের যা ভারসাম্য, তাতে প্রাক্তনরা এই ম্যাচে সামান্য হলেও এগিয়ে রাখছেন ইস্টবেঙ্গলকে। যদিও ডার্বির আগাম ফলাফল ঠিক করা যায় না। যা হয় তা মাঠেই হয়। তাই ময়দানে ঘটি-বাঙালের লড়াইয়ের আগে এখন টানটান উত্তেজনা।