বাতিল করা হল রবিবাসরীয় সন্ধের ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ। রাজ্য জুড়ে চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ। এবার প্রতিবাদের আঁচ গিয়ে পড়ল কলকাতা ময়দানেও। অনিশ্চিত ছিল এই বড় ম্যাচের ভবিষ্যৎ। যা নিয়ে চলছিল তুমুল চর্চা।
অবশেষে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করে দেওয়া হল এই বড় ম্যাচ। জানা গিয়েছে, আরজিকর কাণ্ড নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি চলছে। তাই ম্যাচে প্রয়োজনীয় পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। সেই কারণেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত।
আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার বিচার চেয়ে রাজ্য-সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষরা রাস্তায় নেমেছেন। চলছে মিছিল।
সম্প্রতি কলকাতা ডার্বির দুই প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদের একটা বড় অংশ সিদ্ধান্ত নিয়েছিল, ডার্বির বল গড়ালেও গ্যালারি থেকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আওয়াজ তোলা হবে। তৈরি করা হয়েছে টিফো, ব্যানার। টিকিট সোল্ড আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হল ম্যাচ।
শনিবার দুপুরে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক হয় ডুরান্ড কমিটির। নিজেদের সেনা দিয়ে ম্যাচ করানো কিংবা ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়ে যাবে আইএসএল। তাই কোনও ভাবেই ডুরান্ড কাপ পেছনো সম্ভব না বলে জানানো হয়।
এরপরেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। এর ফলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৭। দুই দলই সরাসরি পৌঁছে যাবে নক আউট পর্বে।