এএফসি কাপে হারলেও হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে জয়ে ফিরেছে মোহনবাগান। শিবিরে চোটের তালিকা অনেকটাই বেশ্। কিন্তু হায়দরাবাদকে হারাতে বেগ পেতে হয়নি বাগানকে। এবার ওড়িশার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে যেতে চায় মোহনবাগান।
মনবীরকে ওড়িশার বিরুদ্ধে পাওয়া নিয়েও সংশয় রয়েছে। চোটের কারণে বাইরে দিমিত্রি পেত্রাতোস। আনোয়ার ও আশিক দীর্ঘদিন ধরেই বাইরে আছেন। কিন্তু ওড়িশার বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামবে মোহনবাগান। ছয়ে ছয় করাই লক্ষ্য বাগানের।
ওড়িশার কাছে ২-৫ গোলের ব্যবধানে হারার পর সমালোচনার মুখে পড়েছিল মোহনবাগান। এবার সেই ওড়িশার বিরুদ্ধেই জিততে চায় সবুজ-মেরুন।