Mohun Bagan Super Giant: ডুরান্ডের বদলা নেওয়ারর সুযোগ, নর্থ ইস্টের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি মোহনবাগানের!

Updated : Sep 23, 2024 07:15
|
Editorji News Desk

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি রাভশানের বিরুদ্ধে গোলশূন্য় ড্র করেছে মোহনবাগান। সোমবার ফের আইএসএলের ম্যাচ। ডুরান্ড কাপের ফাইনালের বদলা নেওয়ার সুযোগ মোহনবাগান সুপার জায়ান্টের। ঘরের মাঠে তাঁদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। এবার টুর্নামেন্টের অন্যতম দুই শক্তি এই দুই টিম। তাই ভাল ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

এবার আইএসএলের শুরুটা ভাল হয়নি মোহনবাগানেরষ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোল করেও গোল হজম করতে হয়েছে। ম্যাচ না হারলেও ঘরের মাঠে ড্র দিয়েই আইএসএল অভিযান শুরু করেছে বাগান। প্রাক মরশুমে এই নর্থ ইস্টের বিরুদ্ধে হারতে হয়েছিল। তবে সোমবারের ম্যাচ অন্যরকম হতে পারে কোচ হোসে মোলিনার কাছে। আস্তিন থেকে সেরা অস্ত্র বের করতে পারেন তিনি। কোচ হোসে মোলিনা জানিয়েছেন, বিদেশিদের মধ্যে বোঝাপড়া বাড়লেই বাগানের খেলার আক্রমণ আরও ঝাঁঝালো হবে। সোমবার সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

এদিকে কলকাতা থেকে এবার আইএসএল অভিযান শুরু করেছে নর্থ ইস্ট ইউনাইটেডও। কিশোর ভারতী স্টেডিয়ামে সেই ম্যাচে মহমেডানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পায় নর্থ ইস্ট। তাই সোমবার মোহনবাগান সমর্থকদের সামনে এই ম্যাচে জয় পাওয়া ততটাও সহজ হবে না তাঁদের।

সোমবার নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম থেকেই পেত্রাতোস ও জেসন কামিংসকে নিয়ে নামতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। থাকবেন দীপক টাঙরি, গ্রেগ স্টুয়ার্ট, শুভাশিস বসু। রক্ষণে থাকবেন অনিরুদ্দ থাপা, দীপেন্দু বিশ্বাস, আশিস রাই ও টম আলড্রেড। আর গোলে থাকবেন বিশাল কাইথ। সোমবার আইএসএলে প্রথম বড় জয়ের লক্ষ্যে নামছে টিম। সমর্থকদের আশা, সোমবার জেসন কামিংসের পায়ে ভর করেই সেই স্বপ্নপূরণ হবে তাঁদের। 

মোহনবাগান সুপার জায়ান্ট
নর্থ ইস্টল ইউনাইটেড

যুবভারতী স্টেডিয়াম

সন্ধে ৭টা ৩০ মিনিট

Indian super league

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও