এএফসি কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। শনিবার আইএসএলের পয়েন্ট টেবিলের শেষ টিম হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্টই লক্ষ্য জুয়ান ফেরান্দোদের।
প্রায় একমাস পরে আইএসএলে খেলতে নামছে মোহনবাগান। এর আগে ৪ ম্যাচের ৪ ম্যাচেই জিতেছে সবুজ-মেরুন। পয়েন্ট টেবিলে ৩ নম্বরে আছে টিম। আগামী দুটি ম্যাচে জিতলে কেরলকে টপকে যাবে মোহনবাগান। তাই ফেরান্দোর লক্ষ্য আইএসএলে টিমের সাফল্য ধরে রাখা।টিমের সমস্যা দিমিত্র পেত্রাতোসের চোট। শনিবার তিনি থাকবেন কিনা, তা নিশ্চিন নয়।
হায়দরাবাদে যাওয়ার আগে কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন, পেশাদার টিম। সামনের দিকে তাকাবে টিম। এএফসি কাপের ব্যর্থতা নিয়েও হতাশ তিনি। ফেরান্দোর মতে, ৩ পয়েন্ট জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টিম।