বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। লিগের প্রথম পর্বে এই দলের কাছেই হেরে যায় সবুজ-মেরুন শিবির। সেই কারণেই এদিনের ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচ অ্যান্তেনিও লোপেজ হাবাসের। ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মোহনবাগান।
গোয়া ম্যাচের আগে আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হাবাস জানিয়েছেন, "১০০ শতাংশ দিয়ে এই ম্যাচটি জিতব। এটাই আমাদের লক্ষ্য। দল ভাল জায়গায় রয়েছে। টিমের ফুটবলারদের প্রতি আমার আস্থা রয়েছে।"
বুধবার দলে ফিরছেন লিস্টন কোলাসো, দীপক টাংরি, আর্মান্দো সাদিকুরা। আনোয়ার আলিও প্রায় ফিট। কোচ হাবাস জানিয়েছেন, "আনোয়ার ৮০-৮৫ শতাংশ ফিট।" তবে তিনি প্রথম একাদশে স্থান পাবেন কিনা, তা ম্যাচের আগেই ঠিক করবেন বলে জানিয়েছেন হাবাস।
জিতলে লিগ তালিকায় পঞ্চম স্থান থেকে তিনে উঠে আসবে মোহনবাগান। তাই ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছেন না মোহনবাগানের হেড কোচ। গত ম্যাচে