আত্মতুষ্টির জায়গা নেই। ডুরান্ডে সেমিফাইনালে (Durand Cup Semi Final) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে লড়াই সহজ হবে না। জানেন মোহনবাগানের কোচ ফেরান্দো (Mohun Bagan Super Giant)। মুম্বই সিটি এফসিকে হারালেও তাই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিস্তর কাঁটাছেড়া চালাচ্ছেন তিনি।
ইতিমধ্যেই ডুরান্ড কাপের ডার্বিতে হারতে হয়েছে। চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গল (East Bengal) ফাইনালে। এফসি গোয়াকে হারালে ডুরান্ড কাপে ১৯ বছর পর ফাইনালে ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। তাই কোচ ফেরান্দো জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। হুগো বুমোস চেনা ছন্দে ফিরছেন। পেত্রাতোস এই ম্যাচে প্রথম থেকে খেলবেন কিনা, এখনও ইঙ্গিত দেননি কোচ। তবে কামিংস যে ফর্মে আছেন, সেটাই মোহনবাগান সমর্থকদের ইতিবাচক ব্যাপার।
আরও পড়ুন: গ্যালারিতে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ নর্থ ইস্টের
দেশের ফুটবলারদের মধ্যে আশিক কুরুনিয়ান, সাহেল আব্দুল সামাদ, মনবীর সিংদের বোঝাপড়া বাড়ছে। আইএসএল ও এএফসির আগে এই সব ব্যাপারগুলিতে মনোযোগ দিচ্ছে মোহনবাগান। তবে এখন ফোকাস, এফসি গোয়া বধ করে ডুরান্ডের ফাইনাল। বৃহস্পতিবার এই ম্যাচ থেকে ফোকাস সরাতে চাইছে না সবুজ-মেরুন।