রবিবার আন্তর্জাতিক পিতৃদিবস। আর ফাদার্স ডে-র শুভেচ্ছা মোহনবাগান সুপার জায়ান্টস একটি টুইট করে। সেই টুইট নিয়ে ময়দানে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে। টানা ছটি ডার্বিতে জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ডার্বির গোলগুলির ভিডিয়ো পোস্ট করে মোহনবাগান সুপার জায়ান্টস। মনে করা হচ্ছে, পিতৃদিবসে ইস্টবেঙ্গলকে খোঁচা দিতেই এমন টুইট করেছে মোহনবাগান সুপার জায়ান্টস।
ডার্বির গোলের ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি একটি ক্যাপশানও দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। যেখানে লেখা, 'পিতৃদিবসে আরাম করে দেখুন, আইএসএলে ছটি কলকাতা ডার্বিতে মোহনবাগানের জয়।' পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ট
লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থদের এই লড়াই অপরিচিত নয়। মাঠে হোক বা মাঠের বাইরে, দুই দলের লড়াই সব সময়ই উত্তেজনা বাড়িয়ে দেয়। মোহনবাগানের এই সোশ্যাল মিডিয়া পোস্ট সেভাবেই নতুন করে শোরগোল তুলে দিয়েছে দুই সমর্থকদের মধ্যে।