ডার্বির কাঁটায় বিদ্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। বড় ম্যাচ হারের পর লিগে সেনার কাছে আটকে গিয়েছে সবুজ-মেরুন। এই পরিস্থিতিতে আজ, বুধবার এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামছেন জুয়ান ফেরান্দো। সল্টলেকে মোহনবাগান সুপার জায়েন্টের প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি।
বাগান কোচের দাবি, এই ম্যাচে একেবার অন্য সবুজ-মেরুনকে দেখা যাবে। সহকারি ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে এই নিয়ে একাধিকবার কথা বলেছেন স্প্যানিশ কোচ। নেপালের দলের বিরুদ্ধে কার্যত আইএসএলের দলই নামাতে চলেছেন তিনি। তাতে মাঝমাঠ কেমন হবে, সেই দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : ভারতীয় মুদ্রায় ২৫০০ কোটি, সৌদির আল-হিলালে দু বছরের জন্য নেইমার
কারণ, দেশের দুই সেরা মিডফিল্ডারকে এবার সই করিয়েছে সবুজ-মেরুন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরখ করা হয়েছে অনিরুদ্ধ থাপা এবং সামাদকে। মনে করা হচ্ছে ফেরান্দো প্রথম একাদশেই থাকবেন দিমিত্রি পেত্রাতোস এবং বিশ্বকাপার জেসন কামিন্স।
ডিফেন্সের খুব একটা বদল চান না জুয়ান। কারণ, বড় ম্যাচে হামিল-আনোয়ার কম্বিনেশন কোচকে সন্তুষ্ঠ করেছে। তবে চিন্তা থাকছে রাইট ব্যাকে আশিস রাইয়ের পারফরম্যান্স নিয়ে। মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামবেন কলকাতায় খেলে যাওয়া ওমোলোজা এবং একদা মোহনবাগানের প্রাক্তন বিমল মাগার।