ঠিক হয়ে গিয়েছিল আগেই। এবার তাতে সিলমোহর বসিয়ে দেওয়া হল। এই মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়েন্টসের কোচিং দায়িত্ব সামলাবেন স্প্যানিশ জুয়ার ফেরান্দো। মূলত এএফসি কাপকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টের। সূচি ঠিক না হলেও জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন। ইতিমধ্যেই পেত্রাতোস এবং হামিলের উপরেই ভরসা রেখেছে মোহনবাগান।
এবার দল নিয়েও আশাবাদী মোহনবাগান কোচ। তিনি জানিয়েছেন, এবার এশিয়ানদের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। সেকারণে অস্ট্রেলিয়া লিগে খেলা কামিন্সের সঙ্গে কথা প্রায় পাকা হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, এএফসি কাপকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হবে।
জানা গিয়েছে, দল বদলের মরশুমে আরও বড় চমক এবার দিতে পারে সবুজ-মেরুন। তাই এখন থেকেই জাল গুটোতে শুরু করেছে তারা।