এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না। সোমবার যুবভারতীতে এএফসি কাপের ফিরতি লেগে ওড়িশার কাছে পাঁচ-দুই গোলে হেরে নকআউটের আশা শেষ মোহনবাগান সুপার জায়েন্টের। মরশুমে এই প্রথম ওড়িশার কাছে হার সবুজ-মেরুন। এবং তাও এত বড় ব্যবধানে। ম্যাচের ১৭ মিনিটে হুগো বুমোর গোলে এগিয়ে যায় কলকাতার দল।
২৯, ৩২ এবং ৪১ মিনিটেই ম্যাচে তিন-এক করে দেয় ওড়িশা। এরমধ্যে ২৯ মিনিটে প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল করে কলকাতায় ওড়িশাকে সমতায় ফেরান রয় কৃষ্ণা। পেত্রাতোসকে ছাড়া এদিন তিন-চার-তিন ছকে দল সাজান বাগান কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু সার্জিও লোবেরোর ছেলেদের দাপটে ভেঙে যান বাগান রক্ষণ।
৬৩ মিনিটে কিয়ানের গোলে তিন-দুই হয়ছিল। কিন্তু অতিরিক্ত সময় পরপর দুটি গোল হজম করে মোহনবাগান। এই হারের ফলে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট বাগানের। একই ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওড়িশা। এই গ্রুপের প্রথম ম্যাচে মেজিয়াকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা। বাগানের শেষ ম্যাচ মেজিয়ার বিরুদ্ধে। ওড়িশা খেলবে বসুন্ধরার বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী গ্রুপ থেকে একটি দলই নকআউটের জন্য যাবে।