ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। শুক্রবার মরশুমের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ করল সবুজ-মেরুন। প্রথম ৪৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছিলেন বাগান ফুটবলারা। কিন্তু বৃষ্টি ভেজা যুবভারতীতে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে কলকাতা থেকে এক পয়েন্ট মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা।
বদলা নয়, বদল চেয়েছিলেন বাগানের নতুন স্প্যানিশ কোচ হোসে মলিনা। ম্যাচের প্রথম কিছু সময় বাগান ডিফেন্সকে খাপছাড়া দেখালেও ধীরে ধীরে ম্যাচে ফেরেন সুপার জায়েন্টরা। ম্যাচের ৯ মিনিটে বাগানের প্রাক্তনী তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় কলকাতার এই দল। ২৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তোর গোলে লিড পক্ত করে সবুজ-মেরুন।
কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে বেশ ফিকে লাগে সবুজ-মেরুনকে। যার সুযোগে ম্যাচের ৭০ মিনিটে বাগানের জালে বল ঠেলে ব্যবধান কমান সেই তিরি। আর ম্যাচের ইনঞ্জুরি টাইমে গোল করে ম্যাচ ২-২ করেন মুম্বইয়ের ফুটবলার ক্রোমা। ভারতের সবচেয়ে বড় লিগ। তাই প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের পারফরম্যান্স দেখে মিশ্র প্রতিক্রিয়া প্রাক্তনদের মধ্যে। তবে সবাই এক বাক্যে স্বীকার করছেন, এই দলের একটি জায়গায় প্রবল ভাবে মেরামতির প্রয়োজন। আর তা হল ডিফেন্স।