কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচেও ড্র করল মোহনবাগান সুপার জায়েন্ট। বারাকপুর স্টেডিয়ামে রেনবোর বিরুদ্ধে ২-২ গোল ড্র করে মাঠ ছাড়ল সবুজ-মেরুন। ম্যাচে জোড়া গোল মোহনবাগানের সুহেল ভাটের। ১৪ ও ২৬ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দিয়েছিলেন সুহেল। প্রথমার্ধেই দুটি গোল শোধ করে রেনবো। প্রথম ম্যাচে ভবানীপুরের সঙ্গে ড্র করেছিল সবুজ-মেরুন।
এদিন লিগের অন্য ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভবানীপুর। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে ভবানীপুর। কলকাতা পুলিশকে ৩-০ গোলে হারিয়েছে পিয়ারলেস।
শনিবারের ম্যাচ জিততেই পারত মোহনবাগান। ৯০ মিনিট পর ম্যাচ হল ড্র। বিরতির ঠিক পাঁচ মিনিট আগে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেয় তারা। প্রথমার্ধেই চারটি গোল হল। দ্বিতীয়ার্ধে কোনও দল আর গোল করতে পারেনি।