চিরাচিত সবুজ-মেরুন (Maroon & Green)। সেই রং বজায় রেখেই নতুন মরশুমে নতুন জার্সি। মঙ্গলবার সামনে এল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Gaint) নতুন জার্সি। দুই ফুটবলার অনিরুদ্ধ থাপা (Anirudh Tappa) এবং জেসন কামিন্সকে (Jeson Cummins) পাশে নিয়ে নতুন জার্সির উদ্বোধন করলেন মোহনবাগান সুপার জায়েন্টের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানান, লোগোর মতোই নতুন জার্সি তৈরিতে মতামত নেওয়া হয়েছিল ফ্যানেদের (Fans)। সেই মতো পাঁচ হাজার ফ্যানের মতামত নিয়েই তৈরি হয়েছে এই নতুন জার্সি। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “সমর্থকেরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে।”
জার্সি উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, সবসময় অটুট থাকবে শতাব্দী প্রাচীন এই ক্লাবের সম্মান। গত মরশুমে আইএসএল জয়ের পরেই বাগান সমর্থকদের মুখে হাসি ফুটেছিল তাঁর একটি ঘোষণা। তিনি জানিয়েছিলেন, আর এটিকে নয়, এবার থেকে মোহনবাগান সুপার জায়েন্ট হয়ে মাঠে নামবে দল। লোগো প্রকাশ হয়েছে। এবার সামনে এল জার্সি।
আরও পড়ুন : শহরে এলেন নতুন কোচ, কলকাতা লিগে ফের আটকে গেল ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপ থেকে মরশুম শুরু করছে মোহনবাগান সুপার জায়েন্ট। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, এই মরশুমে দেশের অন্যতম সেরা দল তৈরি করা হয়েছে। প্রতিটি টুর্নামেন্টকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। ভরসা রাখছেন কোচ জুয়ান ফেরান্দোর উপরে। ৩ অগস্ট বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট।