শীর্ষ স্থানে থাকা অবস্থায় কেরলের বিরুদ্ধে মাঠে নামা হল না মোহনবাগানের। ডার্বি জয়ের পর আজ কেরলের বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন। তার আগে অবশ্য শীর্ষ স্থান থেকে কলকাতার এই ক্লাবকে আপাতত সরিয়ে দিল মুম্বই সিটিএফসি। নর্থ-ইস্টকে চার এক গোলে হারিয়ে আপাতত শীর্ষে মুম্বইয়ের এই দল। তবে, আজকের ম্যাচ জিতলে ফের শীর্ষে উঠবে মোহনবাগান।
লিগের মাঝপথে পয়েন্ট তালিকায় এখন এই সাপ-সিঁড়ির খেলা চলছে। তাতে তাঁর দলের উপর কোচ চাপ নেই বলেই জানিয়েছেন মোহনবাগান কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস। ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে তিন-এক গোলে উড়িয়ে দিয়েছে তাঁর দল। কেরল ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চান তিনি।
তবে ডার্বিকে অতীত করেই এই ম্যাচ খেলবে মোহনবাগান। কারণ হাবাস জানেন, কেরলের মাঠে কেরল কতটা ভয়ঙ্কর। পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণের এই দল। ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে মোহনবাগান।