দ্রিমি ঝড়ে বিধ্বস্ত রয় কৃষ্ণার ওড়িশা। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপের ম্যাচে ওড়িশা এফসিকে চার শূন্য গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচে জোড়া গোল করে নায়ক সবুজ-মেরুনের দিমিত্রি পেত্রাতোস।
আইএসএল শুরুর আগে এই ম্যাচ ছিল বাগান কোচ ফেরান্দোর কাছে বিরাট পরীক্ষার। কারণ, প্রতিপক্ষ লোবেরো এবার তাঁর দলের ঘুঁটি সাজিয়েছেন মুম্বই এফসি থেকে আনা একাধিক তারকা দিয়ে। কিন্তু তিন-চার-তিন ছকে দল সাজিয়ে এদিন ওড়িশাকে নড়তেই দিলেন না বাগান কোচ।
৪২ মিনিটে ফলের লাল কার্ড ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। ৪৬ মিনিটে সামাদের গোলে খুলে গেল ওড়িশার ডিফেন্সের দূর্গ। এরপর ৬৭ মিনিটে প্রথম গোল পেত্রাতোসের। ৭৯ মিনিটে ব্যবধান বাড়াল বদলি লিস্টন কোলাসো। ৮২ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোল দ্রিমির।
এই ম্যাচের আগে বাংলাদেশের বসুন্ধরাকে ৩-১ গোলে হারিয়েছে মায়ানমারের ক্লাব মেজিয়া। দোসরা অক্টোবর মেজিয়ার বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট।