একটা বেঙ্গালুরু, অন্যটি গোয়া। এই দুটি ম্যাচকে বাদ ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমে ভারতীয় ফুটবলে পতপত করে উড়ছে মোহনবাগান পতাকা। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট। প্রথম ক্লাব হিসাবে আইএসএলের প্লে-অফে সবুজ-মেরুন। ঘরের মাঠে টানা হাফ ডজন ম্যাচে অপাজিত থেকেই ফের মাঠ ছাড়ল মলিনার বাগান। আর সেই বাগানে জোড়া ফুল ফোটালেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।
পঞ্জাবকে হারাতে যুবভারতীতে অবশ্য বাগানের সময় লেগেছে ৫৬ মিনিট। তার আগে পর্যন্ত মলিনার দল খেলেছে দাপটের সঙ্গে। শুধু গোলটাই আসেনি। আর গোল পেতেই আরও চনমনে ট্যাংরি, দীপেন্দুর মতো তরুণরা।
২০ ম্যাচের মধ্যে এবারের লিগে ১৮ ম্যাচে অপরাজিত মোহনবাগান। এরমধ্যে ১৪ ম্যাচে জয়। যা রেকর্ড বলেই দাবি পরিসংখ্যানে। বাগান কোচ হোসে মলিনার সামনে আরও এক রেকর্ডের হাতছানি। সবচেয়ে বেশি পয়েন্ট নিলে লিগ-শিল্ড ফাইনালে ওঠার স্বপ্ন এখন সবুজ-মেরুনের চোখে।