দেবীপক্ষ চলছে। উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই জয়ে ফিরেছে মোহনবাগান। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং রীতিমতো উড়িয়ে দিয়ে রাজকীয় কামব্যাক করেছে সবুজ মেরুন। উৎসবের আমেজে প্রিয় দলের এহেন পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই খুশি সমর্থকরা। কিন্তু লড়াই এখনও বাকি। পুজো পেরোলেই ডার্বি। তার আগে কারা তালিকার কোথায়? রইল ঝলক।
শনিবার প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ISL 2024-25 মরশুমের প্রথম কলকাতা ডার্বি জিতেছে মোহনবাগান। এই ম্যাচ জয়ের ফলে চার নম্বরে উঠে এসেছে মোহনবাগান। চার ম্যাচের পরে মোহনবাগানের পয়েন্ট ৭। অন্যদিকে, ম্যাচ হেরে দশ নম্বরে নেমে গিয়েছে মহমেডান। তাদের সংগ্রহ চার ম্যাচে চার পয়েন্ট।
অন্যদিকে, কলকাতার দুই প্রধান দল ধীরে ধীরে আইএসএল টেবিলে উপর দিকে উঠে এলেও, টেবিলের শেষে জায়গা হয়েছে ইস্টবেঙ্গলের। আইএসএলের পাঁচ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রথম চারটি ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল।
এদিকে পুজো পেরোলের ডার্বি। তার আগে ফর্মে ফিরেছে মোহনবাগান। ঝলমলে সবুজ-মেরুনের বিরুদ্ধে মাঠে নামতে কতটা তৈরি ইস্টবেঙ্গল? এখন প্রশ্ন সেটাই। কারণ, ইতিমধ্যেই খারাপ পার্ফরম্যান্সের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন কার্লোস কুয়াদ্রাত।
আপদকালীন দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ। আগামী ১৯ অক্টোবর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মোহনবাগান চার নম্বরে থাকলেও ইস্টবেঙ্গল এখন তলানিতে। ফলে পুজোর পর আইএসএলের দ্বিতীয় ধাপে কতটা ক্ষমতা দেখাতে পারবে ইস্টবেঙ্গল? এখন প্রশ্ন সেটাই।