বিশ গজ দূর থেকে তাঁর গোলায় যুবভারতীতে সুনীলদের বধ করল সবুজ-মেরুন। ক্রান্তিরাভার বদলার বৃত্ত পূর্ণ হল যুবভারতীতে। ৪০ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে এখন সবার উপরে হোসে মলিনার মোহনবাগান।
পর পর দুটি ম্যাচে ড্র। এই পরিস্থিতিতে যুবভারতীতে অন্যতম কঠিন প্রতিপক্ষ বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল সবুজ-মেরুন। গত ম্যাচে প্রাক্তনদের একাংশের অভিযোগ ছিল, মলিনার ভুল ছকে আটকে গিয়েছিল দল। কিন্তু যুবভারতীতে অন্য মেজাজে সবুজ-মেরুন।
প্রথমার্ধ ছিল ফিফটি-ফিফটি। কিন্তু পরের ৪৫ মিনিটে ম্যাচের রাশ নেয় সবুজ-মেরুন। এরমধ্যে ৭৪ মিনিটে ২০ গজ দূর থেকে লিস্টনের গোলা। ফুল স্ট্রেচ করেও বলের নাগাল পাননি ভারতীয় ফুটবলের এক নম্বর গোলকিপার গুরপ্রীত সান্ধু। তিন গোলের হারের বদলা সুদে-আসলে কলকাতায় তুলল মোহনবাগান। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট। প্রথম দল হিসাবে কার্যত লিগ-শিল্ড ফাইনালের পথে কলকাতার এই ক্লাব।
নায়ক লিস্টনকে নিয়ে খুশি বাগান কোচ হোসে মলিনা। তবে দুশ্চিতা দলের আর এক তারকা ম্যাকলারেনের গোল খরা।