প্রায় দু বছর পর কলকাতা লিগে ফিরছে মোহনবাগান। আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে কলকাতা প্রিমিয়ার লিগে যুব দল মাঠে নামাবে সবুজ-মেরুন। তার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। আজ, বুধবার কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ পাঠচক্র। ম্যাচ হবে নৈহাটি স্টেডিয়ামে।
এবারের কলকাতা লিগ বিদেশিহীন। মরশুমের গোরা থেকেই মোহনবাগানের যুব দল অনুশীলন করছে কোচ বাস্তব রায়ের অধীনে। মূলত সিনিয়র দলের পাইপলাইন বলা হচ্ছে বাগানের এই যুবদলকে। ময়দানের দাবি, আইএসএলে শক্তিশালী দল তৈরির পাশাপাশি যুব ফুটবলের উন্নয়নেও বাকিদের থেকে এগিয়ে মোহনবাগান।
কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল নিয়ে আগে কখনও নামেনি মোহনবাগান। এবার তাই নতুন ভাবনাকে সঙ্গী করে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোররা।