শীতের গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগে আজ মোহনবাগানের অভিযান। প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। ভাল খবর এই ম্যাচে মাঠে ফিরছেন বাগানের অক্সিজেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু বাকিদের কী হবে, তা মাঠে নামার আগে খোলসা করতে পারলেন না, এই ম্যাচে মোহনবাগানের কোচ ক্লিফোর্ড মিরান্ডা।
গত ম্যাচে ওডিশার বিরুদ্ধে একাধিক ফুটবলার চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেই তালিকায় রয়েছেন অনিরুদ্ধ থাপা এবং সাহালও। তাঁরা অবশ্য দলে সঙ্গে গিয়েছেন। কিন্তু খেলতে পারবেন কীনা, তা নিশ্চিত নয়। তবে মিরান্ডা জানিয়েছেন, পেত্রাতোস ফিরছেন এটাই পজিটিভ বিষয়।
আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিত সবুজ-মেরুন। গত ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোলে হেরে পাহাড়ে ফিরেছে নর্থ-ইস্ট। তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চান ক্লিফোর্ড। গত ম্যাচে লাল কার্ড দেখার জন্য এই ম্যাচে বেঞ্চে থাকবেন না জুয়ান ফেরান্দো।