লাল কার্ডের ধাক্কায় ইন্ডিয়ান সুপার লিগে প্রথম হার মোহনবাগানের। বুধবার মুম্বইয়ের কাছে ২-১ গোলে হেরে গেল সবুজ মেরুন। ভারতীয় ফুটবলে নজিরবিহীন ভাবে এক ম্যাচে পাঁচ জন লালকার্ড দেখলেন। এরমধ্যে বাগানের লিস্টন কোলাসো এবং আশিস রাই। ম্যাচের ২৫ মিনিটে বিশ্বকাপার জেসন কামিন্সের গোলে এগিয়ে ছিল মোহনবাগান। চুয়াল্লিশ মিনিটে সমতায় ফেরে মুম্বই।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় লাল কার্ডের প্রথম সূত্রপাত। বাগান ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন মুম্বইয়ের আকাশ মিশ্র। ১০ জনে খেলতে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে সবুজ-মেরুনকে লিড দেন জেসন কামিন্স। কিন্তু মিনিট ২০ পরেই ম্যাচে ফেরে মুম্বই। সমতা ফেরান স্টুয়ার্ট।
দ্বিতীয়ার্ধে ৫৪ এবং ৫৭ মিনিটে পর পর লাল কার্ড দেখেন মোহনবাগানের আশিস রাই এবং লিস্টন কোলাসো। এই সময়ই কার্যত ৯ জনের মোহনবাগানকে চেপে ধরে মুম্বই। ম্যাচের ৭৩ মিনিটে মুম্বইকে জয় এনে দেয় বিপিন সিংয়ের গোল। তারপরেও নাটক অব্যাহত ছিল। ৮৮ মিনিটে চতুর্থ লাল কার্ড দেখেন মুম্বইয়ে গ্রেগ স্টুয়ার্ট। পঞ্চম লাল কার্ড ম্যাচে ১১০ মিনিটে। এবার মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিংকে লাল কার্ড দেখানে হয়।
যদিও ম্যাচ শেষে অনেক প্রাক্তনই মনে করছেন, এই ম্যাচের রেফারি রাহুল কুমার গুপ্তার ঘন ঘান লাল কার্ড দেখানোর ঘটনা ভারতীয় ফুটবলে মোটেই ভাল কিছু হল না। শুধু পাঁচটি লাল কার্ড নয়, এই ম্যাচে হলুদ কার্ডও দেখেছেন এক গুচ্ছ ফুটবলার।