ISL 2023 : এক ম্যাচে পাঁচটি লাল কার্ড, আইএসএলে প্রথম হার মোহনবাগানের

Updated : Dec 20, 2023 22:36
|
Editorji News Desk

লাল কার্ডের ধাক্কায় ইন্ডিয়ান সুপার লিগে প্রথম হার মোহনবাগানের। বুধবার মুম্বইয়ের কাছে ২-১ গোলে হেরে গেল সবুজ মেরুন। ভারতীয় ফুটবলে নজিরবিহীন ভাবে এক ম্যাচে পাঁচ  জন লালকার্ড দেখলেন। এরমধ্যে বাগানের লিস্টন কোলাসো এবং আশিস রাই। ম্যাচের ২৫ মিনিটে বিশ্বকাপার জেসন কামিন্সের গোলে এগিয়ে ছিল মোহনবাগান। চুয়াল্লিশ মিনিটে সমতায় ফেরে মুম্বই। 

ম্যাচের ১৩ মিনিটের মাথায় লাল কার্ডের প্রথম সূত্রপাত। বাগান ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন মুম্বইয়ের আকাশ মিশ্র। ১০ জনে খেলতে থাকা মুম্বইয়ের বিরুদ্ধে সবুজ-মেরুনকে লিড দেন জেসন কামিন্স। কিন্তু মিনিট ২০ পরেই ম্যাচে ফেরে মুম্বই। সমতা ফেরান স্টুয়ার্ট। 

দ্বিতীয়ার্ধে ৫৪ এবং ৫৭ মিনিটে পর পর লাল কার্ড দেখেন মোহনবাগানের আশিস রাই এবং লিস্টন কোলাসো। এই সময়ই কার্যত ৯ জনের মোহনবাগানকে চেপে ধরে মুম্বই। ম্যাচের ৭৩ মিনিটে মুম্বইকে জয় এনে দেয় বিপিন সিংয়ের গোল। তারপরেও নাটক অব্যাহত ছিল। ৮৮ মিনিটে চতুর্থ লাল কার্ড দেখেন মুম্বইয়ে গ্রেগ স্টুয়ার্ট। পঞ্চম লাল কার্ড ম্যাচে ১১০ মিনিটে। এবার মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিংকে লাল কার্ড দেখানে হয়। 

যদিও ম্যাচ শেষে অনেক প্রাক্তনই মনে করছেন, এই ম্যাচের রেফারি রাহুল কুমার গুপ্তার ঘন ঘান লাল কার্ড দেখানোর ঘটনা ভারতীয় ফুটবলে মোটেই ভাল কিছু হল না। শুধু পাঁচটি লাল কার্ড নয়, এই ম্যাচে হলুদ কার্ডও দেখেছেন এক গুচ্ছ ফুটবলার। 

ISL 2023

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও