বাংলাদেশের মাটিতে এএফসি কাপে প্রথম হার হজম করল মোহনবাগান। মঙ্গলবার ঢাকায় বসুন্ধরার কাছে ২-১ গোলে হেরে গেল সবুজ-মেরুন। ম্যাচের ১৭ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে ছিল কলকাতার এই ক্লাব। কিন্তু ৪৪ ও ৮০ মিনিটে গোল করে ম্যাচ বার করে নেয় বাংলাদেশের ক্লাব বসুন্ধরা। এই জয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। সাত পয়েন্ট দ্বিতীয় স্থানে মোহনবাগান।
গত কয়েকদিন আগে ভুবনেশ্বরে এএফসি কাপের প্রথম লেগে ঢাকার এই ক্লাবের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল সবুজ-মেরুন। ফলে এই ম্যাচে জুয়ান ফেরান্দোর দলের দিকে অনেকের আগ্রহ ছিল। চোট সারিয়ে এদিন মাঠে হুগো বুমো এবং বিশ্বকাপার জেসন কামিন্স।
পরিসংখ্যান বলছে, গোল করার পর ধীরে ধীরে ম্যাচের রাশ হারান বাগান ফুটবলাররা। আর সেখান থেকে ম্যাচে নিজেদের হাতে ধরে নেয় বাংলাদেশের এই ক্লাব। প্রথমার্ধে গোল শোধের পর ৮০ মিনিটের মাথায় ফের গোল করে ম্যাচ বার করে নেয় বসুন্ধরা।