AFC কাপে মাজিয়া এফসি ম্যাচ। মালদ্বীপ উড়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি কাপের এই ম্যাচের আর কোনও গুরুত্ব নেই। ইতিমধ্যেই গত ম্যাচে হেরে ছিটকে গিয়েছে সবুজ-মেরুন। তাই বেশ কিছু ফুটবলারকে রেখেই উড়ে গেল দল।
একঝাঁক তরুণ ফুটবলারকে এই ম্যাচে পরখ করে নেওয়ার পালা। হেড কোচ জুয়ান ফেরান্দো দলের সঙ্গে মালদ্বীপ যাননি। কোনও বিদেশিকেও নিয়ে যাওয়া হয়নি। অভিষেক সূর্যবংশী, সুমিত রাঠি-সহ মোট ১৩ জন ফুটবলার মালদ্বীপ উড়ে গিয়েছেন। চোট-আঘাতে জর্জরিত মোহনবাগান প্রধান একাদশকে মালদ্বীপ পাঠায়নি। দলের সঙ্গে গিয়েছেন গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল।
কয়েকদিন পরই শহরে পা রাখবেন টেকনিক্যাল ডিরেক্টর অ্য়ান্তেনিও হাবাস। আগামী শুক্রবার আইএসএসের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ। ম্যাচের আগে চোট পাওয়া ফুটবলারদের দলে ফেরানোই চ্যালেঞ্জ সবুজ-মেরুনের।