শেষ কয়েক ম্যাচে পারফরম্যান্স ভাল নয়। যদিও ডার্বির (Kolkata Derby 2022) উত্তাপ সব সময়ই আলাদা। তাই গত ম্যাচের ফলাফল নিয়ে মাথা ঘামাচ্ছেন না কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ডুরান্ডে প্রথম ম্যাচেই হারতে হয়েছিল টিমকে। দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করেছে। এবার ডার্বিতে জিততেই হবে।
কলকাতায় প্রথমবার ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন মোহনবাগানের (Mohun Bagan) কোচ ফেরান্দো। স্টেডিয়ামে থাকবে দুই টিমের সমর্থকরাও। ফেরান্দো ম্যাচের আগে জানান, "যুবভারতীর মাঠ ভর্তি দর্শক। সমর্থকদের সামনে নামব। আমার কাছে এটা অত্যন্ত সম্মানের। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ডার্বি নিয়ে সবুজ-মেরুন সমর্থকদের আবেগ জানি। যদিও আগে কী হয়েছে, তা নিয়ে ভাবি না। লক্ষ্য থাকবে, পরের ডার্বি আমরাই জিতত। এ নিয়ে একশো শতাংশ বিশ্বাস আছে। ছেলেদের উপরও পূর্ণ আস্থাও আছে।"
আরও পড়ুন: এবার বদলাবে ভারতীয় ফুটবল, ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মত ভাইচুংয়ের
ডুরান্ডে এখনও সেই ফর্মে ছিল না মোহনবাগান। রাজস্থান ইউনাইটেডের মতো নতুন টিমের বিরুদ্ধে হেরে শুরু করে টুর্নামেন্ট। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চাইছে টিম।