Mohun Bagan Match: বুধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, চার ডিফেন্ডারে ভরসা! কী বলছেন মোহনবাগান কোচ

Updated : Sep 17, 2024 21:05
|
Editorji News Desk

ডুরান্ড কাপের ফাইনালে হার। আইএসএলের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েও ড্র। সমর্থকদের একাংশের অভিযোগ, মোহনবাগান সুপার জায়ান্ট টিমে রক্ষণই ভোগাচ্ছে। বুধবার AFC চ্যাম্পিয়ন্স ২-তে প্রথম ম্যাচ খেলতে নামছেন পেত্রাতোস, জেসন কামিন্সরা। প্রতিপক্ষ এফসি রভশান। কোচ হোসে ম্যাচের আগের দিন জানালেন, ডিফেন্ডারদের নিয়ে তিনি খুশি। ছোটখাটো ভুল এড়িয়ে যেতে হবে। তা হলেই সাফল্য আসবে। 

মঙ্গলবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ জানিয়েছেন, "রক্ষণে টিম খারাপ খেলছে, একথা মানতে রাজি নই। গত ম্যাচগুলোয় ভুল হয়েছে, সেটা স্বীকার করছি। সেটা ঠিক করতে হবে। পুরো ম্যাচে রক্ষণ খারাপ খেলেনি।" বিপক্ষ যদি অনেক গোলের সুযোগ পায়, বা গোল করে, তা হলে রক্ষণ খারাপ বলা যেতে পারে।  ২-১টা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে বলে দাবি করেছেন বাগান কোচ। তাঁর মতে, তবু টিমকে ভুল এড়িয়ে চলতে হবে।  

এফসি রভশানের মতো দলের বিরুদ্ধে খেলার স্ট্র্যাটেজি কী হবে! জানা গিয়েছে, চার ডিফেন্ডার নামাতে পারেন মোহনবাগান কোচ। হোসে মোলিনা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "প্রতিপক্ষের ধরন অনুযায়ী টিমে বদল আনতে হয়। আমরা আক্রমণাত্মক খেলব। পাশাপাশি রক্ষণেও জোর দেব। কম গোল খাওয়ার চেষ্টা কব। এখন আমাদের ভাবনা এফসি রভশান টিমকে নিয়েই। আইএসএলে ফিরে আগামী প্রতিপক্ষের জন্য ভাবব।" 

সদ্য পর্তুগাল ডিফেন্ডার নুনো রেইসকে সই করিয়েছে মোহনবাগান। সঙ্গে আছেন টম অলড্রেড। তবে বুধবার এই ম্যাচে নুনোর খেলার সম্ভাবনা কম। রক্ষণে নাও থাকতে পারেন আলবের্তো রদ্রিগেজও। জেমি ম্যাকলেরানকেও হয়তো পাবে না টিম। 

আইএসএল বা ডুরান্ডের থেকে চ্যাম্পিয়ন্স লিগের মান অনেকটাই উন্নত। কোচ হোসে মোলিনার দাবি, এই টুর্নামেন্ট অনেকটাই আলাদা। কিন্তু হাতে দুটো দল নেই। তাই এই ফুটবলারদের নিয়েই দুটো প্রতিযোগিতা খেলতে হবে বাগান ব্রিগেডকে। তাজাকিস্তানের এই এফসি রভশান ক্লাবে তিনজন আফ্রিকান ডিফেন্ডার আছেন। সার্বিয়া, ইউক্রেনের ফুটবলাররাও খেলেন। মোহনবাগান টিমে মাত্র ৪ জন বিদেশি। বুধবার তাই লড়াইটা সহজ হবে না মোহনবাগানের কাছে। তা ভালো করেই জানেন কোচ হোসে মোলিনা। সেই অনুযায়ী প্রথম একাদশ নামাতে চান তিনি। 

Mohun Bagan Match

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও