জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। চলতি মরশুমের কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে প্রথম বার জয় পেল সবুজ-মেরুন শিবির। প্রথম দুটি ম্যাচ ড্র হওয়ার পর তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ হেরে যায় মোহনবাগান সুপার জায়েন্ট। অবশেষে চতুর্থ ম্যাচে পিয়ারলেসকে ১-০ গোলে হারাল। ফলে তিন পয়েন্ট এল সবুজ মেরুন শিবিরে।
বৃহস্পতিবার নৈহাটির স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়েন্ট এবং পিয়ারলেস। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মোহনবাগান। গোল করেন টং সিং। কিন্তু ওই গোল ছাড়া আর বিশেষ নজর কাড়তে পারেনি সবুজ-মেরুন শিবির।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তুমুল বৃষ্টি হয়। দৃশ্যমানতা কমে যায়। ভিজে মাঠে পিয়ারলেস একের পর এক আক্রমণ করতে শুরু করে। কিন্তু কোনও বলই মোহনবাগানের পেনাল্টি বক্সের জালে জড়ায়নি। ফলে জয় আসে সুহেল ভাটদের শিবিরে।