প্রায় ১০০ মিনিটের ম্যাচে। তাতে একটি নয়, দুটি লাল কার্ড। সেই ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়ে আইএসএলে দ্বিতীয় জয় পেল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচের ৬৭ মিনিটে একমাত্র গোল হুগো বুমোর।
এই জয়ের ফলে দু ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। ৭৫ মিনিটে প্রথম লালকার্ড দেখেন বেঙ্গালুরুর সুরেশ। অতিরিক্ত সময় দ্বিতীয় লালকার্ড দেখেন বেঙ্গালুরুর নওরেম। ফলে এই ম্যাচে নয় জনে খেলতে হয় বেঙ্গালুরুকে।
আরও পড়ুন : যুবভারতীতে আজ প্রতিপক্ষ বেঙ্গালুরু, খুশির খবর বাগান সমর্থকদের কাছে, কেন জানেন ?
এশিয়ান গেমসের জন্য আইএসএলের দ্বিতীয় ম্যাচেও ছিলেন সুনীল ছেত্রী। এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করে প্রথম একাদশ সাজিয়ে ছিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। নিজেদের ডিফেন্সের ভুলেই এই ম্যাচে গোল খায় বেঙ্গালুরু।
তবে ১০ জনের বেঙ্গালুরুকে পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান। যা আগামী ম্যাচ গুলিতে চিন্তায় রাখতে পারে বাগান কোচকে। কারণ, প্রথম ম্যাচে পঞ্জাবকে তিন-এক গোলে হারানোর পর পেত্রাতোস, কামিন্সদের উপর প্রত্যাশা বেড়ে গিয়েছে বাগান সমর্থকদের।