কলকাতা প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক মহমেডান স্পোর্টিয়ের (Mohammedan sporting)। শনিবার ভবনীপুরকে ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিং। ফলে পরপর তিনটি ম্যাচে জয় পেল মহামেডান স্পোর্টিং। শনিবারের জয়ের ফলে বেশ খানিকটা এগিয়ে গেল সাদা-কালো ব্রিগেড।
মাঠে নেমেই ম্যাচের ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন ডেভিভ। এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং। কিন্তু খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সাদা-কালো ব্রিগেড। ঠিক ৩২ মিনিটের মাথায় ভবানীপুরের হয়ে গোল করে সমতা ফেরান জীতেন মুর্মু।
আরও পড়ুন - আগামী বছরই T20 বিশ্বকাপ, ভেন্যু ঘোষণা করল ICC
কিন্তু দ্বিতীয়ার্ধে ফের দ্বিতীয় গোলটিও আসে ডেভিডের পা থেকে। আর গোল করতে পারেনি ভবানীপুর। সুপার সিক্সের প্রথম ম্যাচেই হেরে যায় ভবানীপুর। ফলে তৃতীয় ম্যাচটিও জিতে যায় মহামেডান।