আইএসএল খেলবে মহামেডান। কিন্তু মাঠে বল গড়ানোর আগে তৈরি হয়েছিল বিস্তর জটিলতা। ইনভেস্টর সমস্যা দেখা দিয়েছে দলের অন্দরে। অবশেষে বুধবার সকালে এল সুখবর। শোনা যাচ্ছে, এই জট কেটেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার মহামেডানের দুই ইনভেস্টর শ্রাচী এবং বাঙ্কারহিলের সঙ্গে বৈঠকে বসেন সাদা-কালো কর্তার। সেই আলোচনাতেই জট কেটে ত্রিপাক্ষিক চুক্তি সই করা নিয়ে পথ খুলেছে বলে খবর। যে খবরে কিছুটা হলেও স্বস্তি গিরেছে সমর্থকদের মধ্যে।
এই বৈঠকের পর মহামেডান সচিব ইসতিয়াক আহমেদের কথায়, 'আমরা আলোচনায় বসেছিলাম। ইনভেস্টর জট কেটেছে। প্রায় সবকিছুই চূড়ান্ত। বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য সংখ্যা নিয়ে আমরা একমত হয়েছি।' বুধবারের মধ্যে এই সই সাবুদ পর্ব মিটে যাবে বলেও জানিয়েছেন তিনি।
আসলে, বাঙ্কারহিল দীর্ঘদিন মহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু এখন আইএসএলের আগে ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে শ্রাচী স্পোর্টস। এই দুই সংস্থার মধ্যেই জটিলতা দেখা গেছে। বাঙ্কারহিলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইএসএলে খেলার জন্য বাঙ্কারহিল যে চুক্তি করেছিল তা চূড়ান্ত হওয়ার আগেই ক্লাব থেকে তা বদল করতে চাওয়া হয়েছিল।'
সব মিটে গেলে, কলকাতা থেকে তিন বড় ক্লাবই এখন থেকে খেলবে দেশের এক নম্বর লিগে। ইতিমধ্যেই আইএসএল ১১-এর প্রথম চার মাসের সূচিও প্রকাশিত হয়ে গিয়েছে।