আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবারই কলকাতা লিগে নামার কথা ছিল মহমেডান ও ইউনাইটেড স্পোর্টসের। নির্বাচনের জন্য পর্যাপ্ত পুলিশ না থাকায় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে এই ম্যাচ হবে, তা যদিও জানা যায়নি। বুধবার টুইটারে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে মহমেডান।
কলকাতা লিগে বুধবার জয় দিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান। তিন প্রধানের মধ্যে তারাই আগে নেমেছে। দুপুর ৩টে ৩০ মিনিটে ঘরের মাঠে নামার কথা ছিল মহমেডানের। আইএফএ জানিয়ে দিয়েছে, পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় নিরাপত্তার কারণ ম্যাচটি বাতিল করা হয়েছে।
আগামী ১০ জুলাই প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। পঞ্চায়েত নির্বাচনের গণনা আছে। তাই বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন থাকতে পারে। এই ম্যাচও বাতিল করা হতে পারে।