মুম্বই সিটির বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই হার মহমেডান এসসির। ৩-১ গোলের ব্যবধানে হার সাদা-কালো ব্রিগেডের।
প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে মুম্বই। ১২ মিনিটের মধ্যে গোল পায় মুম্বই। গোল করেন অস্ট্রেলিয়ার ফুটবলার রস্টিন গ্রিফিফথ। ২৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন নগুয়েরা। মুম্বইয়ের হয়ে ৩৫ মিনিটে গোল করেন লালিনজুয়ালা ছাংতে। প্রথমার্ধের শেষ মুহূর্তে মহমেডানের হয়ে একমাত্র গোল করেন ডেভিড। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।
আরও পড়ুন: কলকাতা লিগে ফের জয় মোহনবাগানের, ইউনাইটেড স্পোর্টসকে হারাল ২-০ ব্যবধানে