কলকাতা লিগে জয় মহামেডানের (Mohammedan Sporting Club)। রবিবার ঘরের মাঠে পিয়ারলেসকে হারিয়ে ম্যাচ জিতল সাদা-কালো জার্সিধারীরা।
প্রথম দিকে একটু পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ডেভিড এবং দলের অধিনায়ক সামাদের গোলে ২-১ জয়ী হয় মহামেডান। এই ম্যাচ জেতার ফলে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল এই ক্লাব।
আরও পড়ুন -দলকে পরীক্ষা করার এটাই সেরা সময়, বার্বেডোসে ম্যাচ হেরে দাবি রাহুল দ্রাবিড়ের
খেলা শুরুর মাত্র ৪ মিনিটের মধ্যে গোল করে পিয়ারলেস (Peerless)। এরপর ২৬ মিনিটের মাথায় সমতা ফেরায় মহামেডান। ডেভিডের গোলে ১-১ ফলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের গোল না পেলেও ইনজুরি টাইমে বাজিমাত করে মহামেডান।