আগামী পাঁচ ম্যাচের সূচি চাই। না হলে ডার্বি খেলবে না। IFA-কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল মহমেডান (Mohammedan SC)। অবশেষে বরফ গলেছে। বুধবার IFA লিগের পাঁচ ম্যাচের প্রস্তাবিত দিন জানিয়ে দিয়েছে। যার ফলে কল্যাণীতেই মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে নামছে মহমেডান।
সুপার সিক্সে কোন দলগুলি খেলবে, তা এখনও ঠিক নয়। তাই IFA জানিয়েছে, সম্পূর্ণ ক্রীড়াসূচি এখনই জানানো হয়নি। তবে সচিব অনির্বাণ দত্তের দাবি, চলতি মাসের ২৯ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা লিগ। এরপর আইএসএল ও আইলিগ আছে। এই আশ্বাস পেয়েই ডার্বি খেলতে রাজি মহমেডান।
আরও পড়ুন: এবার আইএসএলে সেরা তিন দল কারা, জানিয়ে দিলেন মোহনবাগান কোচ ফেরান্দো
মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, সুপার সিক্সের দিনক্ষণ পাওয়ায় সুবিধা হয়েছে। পরিকল্পনা করতে অসুবিধা হচ্ছিল। প্রস্তুতি শিবির খেলতে দিল্লি যাবে মহমেডান।