শেষ মুহূর্তের গোল মহমেডানের। কলকাতা লিগে হার বাঁচাল সাদা-কালো ব্রিগেড। অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল করলেন সামাদ। ডায়মন্ডহারবারের হয়ে গোল করলেন জবি জাস্টিন।
এদিন প্রথম থেকেই সাদা-কালো ব্রিগেডকে টেক্কা দেয় ডায়মন্ডহারবার। প্রথমার্ধেই গোল করেন জাস্টিন। ৯০ মিনিট পর্যন্ত তাঁরা ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু রেফারির বাঁশি বাজার আগেই কোথাও যেন মনোসংযোগ হারিয়ে ফেলেন কিবু ভিকুনার দল। আর সেই সুযোগেই পেনাল্টি আদায় করে নেয় মহমেডান। পেনাল্টি থেকে গোল করলেন বামিয়া সামাদ। খেলা শেষ হয় ১-১ ব্যবধানে।
এদিন বারবার ছোট ছোট পাস খেলে মহমেডানের রক্ষণে কাঁপুনি ধরিয়ে দেন ডায়মন্ডহারবার। ভাগ্য সহায় থাকলে এই ম্যাচ জিতে যেতে পারত দল। তবে ড্র করেও লিগ শীর্ষেই থেকে গেল ডায়মন্ডহারবার।