সমীর, জসিম, আনসারি, রাজু। কেউ থাকেন ভারতে, কেউ পাকিস্তানে, কেউ আবার বাংলাদেশে। সবার ছেলেবেলার স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবল খেলার। কিন্তু পা শক্ত হওয়ার আগেই সংসারের জিওল কাঁধে তুলে নিতে হয়েছে। দুটো টাকা রোজগারের টানে দেশ ছেড়ে পরবাসী হয়েছেন। কাতারে তাঁদের আজ একটাই পরিচয়, তাঁরা পরিযায়ী শ্রমিক। কিন্তু বিশ্বকাপের আগে কিছুক্ষণের জন্য হলেও সমীর, জসিমদের জীবনটা বদলে গেল। কারণ, তাঁদের কয়েকজনকে ডাকা হয়েছিল ফুটবল খেলতে। এরপর....
মঙ্গলবার সন্ধ্যায় কাতারের একঝাঁক পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই ফুটবল খেললেন এই বিশ্বকাপে খেলতে আসা মার্কিন ফুটবল দলের কয়েকজন তারকা। এবার বিশ্বকাপে দেখা যাবে টিম রেম, ক্রিশ্চিয়ান পুলসিকের মতো মার্কিন ফুটবলারদের। তাঁরাই খানিকক্ষণ মিশে গেলেন আনসারি, রাজুদের সঙ্গে। ম্য়াচ খেলার পর মার্কিন ফুটবলার টিম রেম জানিয়েছেন, খুব ভাল একটা অভিজ্ঞতা। যাঁদের বিরুদ্ধে খেললাম, তাঁরা বেশ ভাল ফুটবলার। দেখেই মনে হল, সবাই ছোটবেলায় বেশ ভাল ফুটবল খেলেছেন।
বিশ্বকাপ শুরুর আগে, এই পরিযায়ী শ্রমিকদের ঘিরেই বিতর্ক তৈরি হয়েছিল কাতারে। অভিযোগ উঠেছিল, স্টেডিয়াম তৈরির কাজে জোড় করে কাজ করানো হচ্ছিল শ্রমিকদের। ছুটি দেওয়া হচ্ছিল না। আসলে ডেডলাইনের আগে স্টেডিয়াম তৈরির জন্যই এই চাপ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি পথে নেমেছিল মানবাধিকার কমিশন। সেইসব পর্ব কাটিয়ে পরিযায়ী শ্রমিকদের সম্মান করল ফিফা।
মার্কিন ফুটবলার সঙ্গে ম্য়াচ খেলতে পেরে খুশি সবাই। জানা গিয়েছে, প্রতিটি মাঠেই বিনা মূল্যে টিকিট থাকছে এই শ্রমিকদের জন্য।